বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ২১ আগস্ট ২০১৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শনিবার রাত থেকে টানা বর্ষণে ভোলায় নিম্নাঞ্চল তিন থেকে চার ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধির কারণে জোয়ার এসে ভোলা সদর, তজুমদ্দিন, চরফ্যাশন, লালমোহন ও মনপুরা উপজেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ওই সব গ্রামের ৫০ হাজারেরও বেশি মানুষ এখন দুর্ভোগে রয়েছেন।
এছাড়া ভোলা শহর ও লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তাঘাট দুই হাত পানিতে ডুবে আছে। আবার কোথাও বাসাবাড়ির মধ্যে পানি প্রবেশ করেছে । প্রবল বর্ষণে জেলার জীবনযাত্রা বিপর্যস্থ হয়ে পড়েছে। বৃষ্টির সঙ্গে দমকা ও ঝড়ো হাওয়ার কারণে বহু মানুষ বাসা থেকে বের হতে পারেনি। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। তারা কাজে বের হতে পারেনি।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনির হোসেন জানান, সাগর উত্তাল থাকায় বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভোলা জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রবিবার দুপুরে ২৪৮ মিলিমিটার। সাগরে লঘুচাপের কারণে মেঘনা ও তেতুলিয়া উত্তাল হয়ে আছে।
নদী উত্তাল থাকায় অধিকাংশ জেলে নৌকা নিরাপদ আশ্রয়ে চলে এসেছে। বিআইডব্লিউটিএ’র ভোলার কর্মকর্তা মো. নাসিম জানান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার সব রুটে ৬৫ ফুটের নিচে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।