বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০১৭
ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদরাসাছাত্রী ফাতেমা আক্তার। তার বয়স ১৪ বছর ৬ মাস। এ সময় অর্থদন্ডে দণ্ডিত করা হয় কনের পরিবারকে। শনিবার ( ১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
ফাতেমা আক্তার উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোলায়মান মিয়ার মেয়ে। সে স্থানীয় শরিফিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়- চরফ্যাশন উপজেলার এক ছেলের সাথে ফাতেমা আক্তারের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কুদ্দুস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হারুন-অর রশিদকে নিয়ে বিয়ে বাড়িতে হানা দেন।
এ সময় তিনি দেখতে পান বিশাল প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন চলছে। ডেকোরেটর দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। প্রস্তুত করা হয়েছে গায়ে হলুদের মঞ্চ।
রান্নর কাজও প্রায় শেষ। কিন্তু কনের বয়স ১৮ বছর না হওয়ায় ঘটে বিপত্তি। ইউএনও বন্ধ করে দেন বাল্যবিয়ে। শেষ পর্যন্ত তার হস্তক্ষেপে মাদরাসছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পায়।”
ইউএনও জানান- বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের পরিবারকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়েছে। বিয়ে বাড়িতে রান্না করা খাবার স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।”