বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৪২ অপরাহ্ণ, ০৪ অক্টোবর ২০১৬
ভোলা জেলায় মনপুরা মেঘনার কলাতলি এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতে মাঝি জলিল (৩০) ও শাকিল (২৮) নামে দুই জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার কলাতলি চর এলাকায় মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জলিল ও শাকিল ঐ এলাকার বাসিন্দা ছিলেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন খান জানান, উপজেলার কলাতলি চর এলাকায় জেলেরা নৌকায় করে রাতের অন্ধকারে মাছ ধরার সময় হঠাৎ করে বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই জলিল নামের এক জেলে মারা যায়। পরে নৌকায় থাকা অপর ৩ জেলে লাফিয়ে নদীতে পড়ে যায়। স্থানীয় জেলেরা মেঘনা থেকে শাকিল নামের এক জেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং বাকি দু’জনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।