ভোলায় মাদক মামলার ১৩ আসামিকে তালের বীজ রোপণের শর্তে মুক্তি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় মাদক মামলার ১৩ আসামিকে দণ্ড দেওয়ার পরিবর্তে ভোলা-ইলিশা মহাসড়কে প্রত্যেককে ১০টি করে তালের বীজ রোপণের শর্তে প্রবেশনে মুক্তি দেওয়া হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার এ রায় ঘোষণা করেন।আসামিরা প্রত্যেকে প্রথমবারে মতো অপরাধ করায় এবং মাদকের পরিমাণ কম হওয়ায় তাদের প্রবেশনে মুক্তি দেওয়া হয়।
এছাড়া আগামী এক মাসের মধ্যে প্রবেশন অফিসারকে আসামিদের শর্ত পূরণ করে আদালতকে অবহিত করার জন্যও বলা হয় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিরা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা এবং তারা প্রত্যেকে তরুণ। তাদের সংশোধন হওয়ার সুযোগ দিয়ে আদালত এমন মহৎ কাজ করেছেন।
বিভাগের খবর, ভোলা