বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:৫২ অপরাহ্ণ, ০২ অক্টোবর ২০১৬
ভোলা: ভোলার লালমোহন উপজেলার পূর্ব চর উমেদ গ্রামে মামার লাঠির আঘাতে আহত ভাগ্নে হাসনাইন পাটোয়ারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাসনাইন পাটোয়ারী (১৫) লালমোহন উপজেলার পূর্ব চর উমেদ আহমদীয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ও একই মাদ্রাসার শিক্ষক মো. মোস্তফা পাটোয়ারীর ছোট ছেলে।
রোববার (০২ অক্টোবর) বিকেলে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে মরদেহের তদন্ত সম্পন্ন হবে।
এরআগে শনিবার মধ্যরাতে এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরদেহের সুরতহালকারী বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন জানান, জমি নিয়ে হাসনাইনের পরিবারের সঙ্গে তার মামা নওয়াব হাওলাদারের বিরোধ চলে আসছিলো।
শনিবার (০১ অক্টোবর) বিকেলে এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন মামা নওয়াব হাওলাদারের হাতে থাকা লাঠি দিয়ে হাসনাইনের মাথায় আঘাত করা হয়।
এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
রাত পৌনে ১টার দিকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসনাইনকে মৃত ঘোষণা করেন।