বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:০৬ অপরাহ্ণ, ৩১ অক্টোবর ২০১৬
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের স্থগিত হওয়া কেন্দ্রের নির্বাচনে সোমবার সকালে ভোট শুরুর আধা ঘন্টা আগেই বাপ্তা চৌদ্দঘর ২ নং কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেম্বার প্রার্থী মোঃ ফারুক গ্রুপের লোকজন মেম্বার প্রার্থী মাকসুদুর রহমান নিরবের কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এসময় মেম্বার প্রার্থী নিরবের ভাই শিক্ষক মিজানুর রহমান মিঠু ও প্রার্থীর স্ত্রী পারভিনসহ ৫জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। খবর পেয়ে পুলিশ র্যাব ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, ওই কেন্দ্রে গত ২২ মার্চ নির্বাচনের সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এ কেন্দ্রটির ভোট গ্রহন স্থগিত করা হয়। ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ভোলা সদরের ৪টি কেন্দ্রে, বাপ্তায় ২টি ,ধনিয়ায় ২টি ও দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।