বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২৬ অপরাহ্ণ, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে রাসেদ (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের চর ভেদুরিয়া এলাকার নিহতের বাড়ির পাশের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। রাসেদ ওই ইউনিয়নের মোস্তফা চকিদারের ছোট ছেলে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর জানায়- সকালে রাসেদের মামা হেলাল উদ্দিন জমিতে কাজ করতে যাচ্ছিলেন। পথে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় রাসেদের লাশ দেখতে পেয়ে তিনি চিৎকার করতে থাকেন। স্থানীয়রা ছুটে এসে পুলিশ ফাঁড়িতে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ভোলা থানায় নিয়ে আসে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কয়েকজনের সঙ্গে জমি নিয়ে মোস্তফার বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে তিনি খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।