বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৩১ অপরাহ্ণ, ০৯ মার্চ ২০১৭
রাজধানীর মিরপুর মডেল থানাধীন পশ্চিম শেওড়াপাড়ার মেহেরুন টাওয়ারের নিচতলায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনির নামে এক শ্রমিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে বরিশাল র্যাব-৮ এর সহযোগিতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়।
গত ২ মার্চ সকালে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় নির্মাণাধীন মেহেরুন টাওয়ারের নিচতলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মনির।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিল জানান- গত ৪ মার্চ মিরপুরে একদিনে চার শিশু যৌন নির্যাতনের সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এরপর পশ্চিম শেওড়াপাড়ায় আড়াই বছরের এক শিশুও যৌন নির্যাতনের শিকার হয়।