ভোলার মেঘনায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের মধ্যে ১১ লাখ মিটার কারেন্ট জাল, ৪৫ হাজার মিটার পাই জাল এবং ৩৫ হাজার মিটার চরঘেরা জাল রয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি কর্মকর্তা মোহাম্মদ করিম জানান, জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে ভোলা সদরের ভেদুরিয়া থেকে কোস্ট গার্ডের কয়েকটি দল অভিযানে নামে।
এ সময় দক্ষিণ জোনের আওতাধীন ভোলা, বরিশাল ও পিরোজপুরের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে মোট ১১ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ করে। জব্দকৃত জাল ভোলা স্টেশনে এনে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি।
খবর বিজ্ঞপ্তি, ভোলা