ভোলার চরফ্যাশন উপজেলার নবাবগঞ্জ বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় জোবায়ের (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জোবায়ের চরনাজিম উদ্দিন গ্রামের ফয়েজ উল্যাহর ছেলে এবং দক্ষিণ পশ্চিম চরনাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নবাবগঞ্জ বাজারের পাশে একটি টাটা পিকআপ জোবায়েরকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।