ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার হেলিপ্যাড এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার ভূঁইয়ারহাট এলাকার ইসমাইল হোসেনের ছেলে আল-আমিন (১৬) ও জাহারপুর ইউনিয়নের চিকিৎসক ফরিদের ছেলে রাজিব (১৫)। এদের মধ্যে রাজিব এসএসসি পরীক্ষার্থী।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, বিকেলে একটি বাস ভোলা থেকে চরফ্যাশন যাচ্ছিল। পথে হেলিপ্যাড সড়কে এলে বাসটি বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই কিশোরের একজন মারা যায়। এসময় গুরুতর আহত হয় অপরজন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
টাইমস স্পেশাল, ভোলা