ভোলায় হঠাৎ বজ্রপাতে এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওবায়দুল হক কালু মিয়ার ছেলে। তিনি বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক ছিলেন।
শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল মিয়া বরিশালটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে আব্দুর রাজ্জাক তাদের বাড়ির পাশে সুপারি বাগানে গেলে হঠাৎ বজ্রপাত হলে তার ওপর পড়ে।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিভাগের খবর, ভোলা