ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মেসার্স দ্বীপ মেডিকেলের মালিক আরনজিৎ ও রঞ্জন মেডিকেলের মালিক দেবু দে।
বোরহাউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. কুদ্দুস জানান, ওই প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও সরকারি নিষিদ্ধকৃত বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়াও জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিনষ্ট করা হয়েছে।