বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০১৬
ভোলা: সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা সদরের মেঘনা নদী থেকে বাগদা রেণু শিকারের অপরাধে আটক চার জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ সাজার নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মফিজ, হারুন, আবদুল হক ও সিরাজ মাঝি। তারা সদরের ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এরআগে দুপুরে ইলিশা চডার মাথা এলাকায় মেঘনা নদীতে বাগদা রেণু শিকারকালে তাদের আটক করে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।