ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে মা ইলিশ শিকার করার দায়ে পাঁচ জেলেকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সদর উপজেলার ইলিশা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শনিবার দুপুরে এ সাজা প্রদান করা হয়। কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. হাসান (২৮), জুয়েল রানা (৩৪), ওয়াসিম (৪০), নিরব (২৬) ও মিরাজ (২৫)। তারা উভয়ই ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন জানান, আটকের সময় তাদের থেকে ১০ হাজার মিটার কারেন্টজাল ও ১৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা ও মাছগুলো তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।
ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এতথ্য নিশ্চিত করেন।
টাইমস স্পেশাল, ভোলা