ভোলায় ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটকের পর পুড়িয়ে বিনষ্ট করে দিয়েছে কোস্টগার্ড। শুক্রবার (১৬ সেপ্টম্বর) সন্ধ্যায় পৌর ৫ নং ওয়ার্ড এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে এসব জাল জব্দ করা হয়। তবে এসব জালের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম শহরের তিন খাম্বা এলাকায় অভিযান চালায়।এ সময় নিষিদ্ধ ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিভাগের খবর, ভোলা