১ ঘণ্টা আগের আপডেট রাত ১০:৮ ; রবিবার ; মার্চ ২৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ভোলা/ তিনতলা ভবনের আগুন নেভানোর সক্ষমতা নেই ফায়ার সার্ভিসের

বরিশালটাইমস, ডেস্ক
৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

ভোলা/ তিনতলা ভবনের আগুন নেভানোর সক্ষমতা নেই ফায়ার সার্ভিসের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দ্বীপজেলা ভোলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেন ধুঁকছে। দুর্ঘটনায় কোনও ভবনের দ্বিতীয় তলার ওপরে ওঠার সক্ষমতা রাখে না জেলা ফায়ার সার্ভিস। এমনকি দ্রুত উদ্ধারকাজের জন্য নেই স্পিডবোট ও ডুবুরি দল। সে ক্ষেত্রে সহায়তা নিতে হয় কোস্টগার্ডের।

ভোলা সদরসহ জেলার সাত উপজেলাতেই রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। এর মধ্যে ভোলা সদর, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরায় দ্বিতীয় শ্রেণির এবং দৌলতখান, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা তৃতীয় শ্রেণির স্টেশন রয়েছে।

ভোলা জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, নভেম্বর থেকে এপ্রিল এই ছয় মাসকে অগ্নিঝুঁকির মাস ধরা হয়। গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসে ভোলায় ৭৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘প্রতিটি জেলায় যেকোনও দুর্ঘটনায় উদ্ধারকাজে ভবনের চার-পাঁচ তলায় ওঠার মতো মই থাকা প্রয়োজন। কিন্তু আমাদের সে সক্ষমতা নেই। আমরা দুইতলা পর্যন্ত কাজ করতে পারি, এর বাইরে আমাদের সক্ষমতা নেই।’

তিনতলা ভবনের আগুন নেভানোর সক্ষমতা নেই ভোলার ফায়ার সার্ভিসের অনেক সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ উদ্ধার কাজে যায়।

ভোলা নদীবেষ্টিত জেলা হলেও এখানে ফায়ার সার্ভিসের নেই নিজস্ব স্পিডবোট ও ডুবুরি দল। ফলে উদ্ধারকাজে প্রশাসনের সহযোগিতায় কোস্টগার্ড থেকে ডুবুরি ও স্পিডবোট সংগ্রহ করতে হয়।

তিনি আরও জানান, দ্বিতীয় শ্রেণির স্টেশন হিসেবে ভোলায় দুটি সেকেন্ড কল গাড়ি থাকার কথা থাকলেও আছে একটি। অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও তা নেই। বর্তমানে অন্য জায়গা থেকে অ্যাম্বুলেন্স এনে কার্যক্রম চালানো হচ্ছে।

উপ-সহকারী পরিচালক বলেন, ‘ভোলার জন্য স্পিডবোট ও ডুবুরির প্রয়োজন রয়েছে। সেইসঙ্গে আরও দুটি গাড়ির ব্যবস্থা হলে ভোলায় যেকানও দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে সুবিধা হবে।’

বিভাগের খবর, ভোলা

আপনার মমত লিখুন :

 

ই বিাের াও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  কঠোর সৌদি সরকার: সপ্তাহে ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার  রোজার নিয়ত বাংলা উচ্চারণ ও অর্থসহ  সুস্থ থাকতে প্রচুর ভালোবাসতে হবে : জায়েদ খান  চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ  হিজলায় ভিজিডির চাল আত্মসাৎ: ইউএনও’র কাছে অভিযোগ  রাজাপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল  বরিশালে এমপির সামনে আ.লীগ নেতাকে মারধর: তিনজনকে সাময়িক বহিষ্কার  দুর্দশায় আফগানরা, চা-বিস্কুট খেয়ে রাখছেন রোজা  কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করা সেই ছাত্রলীগ নেতা আটক  বাউফল আওয়ামী লীগ নেতাকে কোপানোর ছবি ভাইরাল!