৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

ভোলা পুলিশের ৫৪ কর্মকর্তাকে সংবর্ধনা দিলেন এসপি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৪ অপরাহ্ণ, ১৩ জুন ২০১৭

কর্মস্থলে বিশেষ অবদান রাখায় ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) শেখ সাব্বির হোসেন, ভোলা সদর মডেল থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির, লালমোহন থানার ওসি হুমায়ুন কবির এবং চরফ্যাশন থানার ওসি মো. এনামুল হকসহ ৫৪ জন পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার দিয়েছেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

মঙ্গলবার (১২ জুন) সকালে জেলা পুলিশ লাইন্সে পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

নিজ নিজ কর্মস্থলে সন্ত্রাস দমন, মাদক উদ্ধারে সফলতা, বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার, জনগণের সঙ্গে পুলিশের সৌহার্দপূর্ণ আচরণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে এএসপি, জেলার সাত উপজেলার বিভিন্ন থানার ওসি, এসআই, এএসআই ও কনস্টেবলদেরকে মাসিক কল্যাণ সভার মাধ্যমে বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়েছে। পুলিশের ভালো কাজের মূল্যায়ন, উৎসাহ ও দক্ষতা বাড়াতে ভোলায় প্রতি মাসে এ মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) শেখ সাব্বির হোসেন, এএসপি (সদর সার্কেল) রফিকুল ইসলাম, ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবিরসহ বিভিন্ন থানার ওসিসহ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

23 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন