ভোলা/ প্রতিপক্ষের হামলায় যুবক নিহত: গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও ভোলা:: ভোলার সদর উপজেলার রাজাপুরে জমিজমা বিরোধে মাহমুদ বাবু নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে রাজাপুরের ক্লোজার বাজার এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত, পা ও কোমর ভেঙে দেওয়া হয় বাবুর। আহত অবস্থায় ভোররাতে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
ভোলা সদর থানা পুলিশের ওসি শাহিন ফকির বরিশালটাইমসকে জানান, সোমবার রাত ৯টার দিকে পরানগঞ্জ বাজার থেকে রিকশাযোগে তারিক মাহমুদ, ফুফাতো ভাই হাসিব হাওলাদার ও প্রতিবেশী আলী আকবর বাড়ি যাচ্ছিলেন। তারা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় পৌঁছলে হারুন, কামরুল, রনি, নাছির ফকির, সিফাত ও আলাউদ্দিন হাওলাদারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে তাদের ওপর হামলা চালায়। মারধরের একপর্যায়ে আলী আকবর ও হাসিব হাওলাদার পালিয়ে যায়।
এ সময় তারেক মাহমুদ বাবুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ও কোমরের হাড় গুঁড়িয়ে দেয়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন এলাকায় জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩টায় বাবুর মৃত্যু হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা।
ওসি জানান, ঘটনার পরপরই পুলিশ হারুন, কামরুল ও রনিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান করছে পুলিশ। নিহতের বোন শিখা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন।
নিহত বাবুর বাড়ি সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব চর নন্দনপুর গ্রামে। পার্শ্ববর্তী রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের নাছির ফকির গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলা রয়েছে।’
বিভাগের খবর, ভোলা