ভোলা/ যুবলীগ নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও ভোলা >> ভোলার যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু (৩২) হত্যা মামলার প্রধান আসামি জামাল হোসেন চকেট ওরপে চকেট জামালকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ভোলা জেলা পুলিশ।
আজ রোববার (৫ ডিসেম্বর) সকালে প্রেস কনফারেন্স এর মাধ্যমে এ তথ্য জানান ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ২৬ নভেম্বর ভোলা সদর থানাধীন নাছির মাঝি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে দুর্বৃত্তদের হামলা ও গুলিতে যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু (৩২) নিহত হন। ওই হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মো. জামাল হোসেন চকেট ওরপে চকেট জামাল। এ ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলেন। তাকে ঢাকা থেকে জেলা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চকেট জামাল ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয় এবং জড়িত অন্যান্যদের বিষয় চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তার দেওয়া তথ্য যাছাই বাছাই করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।