পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ ফেরি সার্ভিস বন্ধ হওয়ায় ভোলা ও লক্ষ্মীপুরে ফেরিঘাটে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
ইনচার্জ আবু আলম হাওলাদার বলেন, এ রুটের ফেরি সার্ভিসের ভোলার ইলিশা ফেরিঘাটের এপ্রোচ রোড ভেঙে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রোববার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তরা ইলিশা ঘাট পরিদর্শন করে ভেঙে যাওয়া এপ্রোচ রোডের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
“তাই বেশ কয়েকদিন ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে,” বলেন তিনি।