৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভোলা হানাদারমুক্ত দিবস পালিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৭ অপরাহ্ণ, ১০ ডিসেম্বর ২০১৬

 আজ শনিবার ভোলায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটে কমান্ডার শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু তাহের, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের আহ্বায়ক হামিদুর রহমান হাসিব, আদিল হোসেন তপু। দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য- ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারমুক্ত হয় ভোলা।

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন