বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০২৩
ভোলা-৩ আসনে স্বামী চৌধুরী শাওনের প্রতিদ্বন্দ্বী স্ত্রী ফারজানা
ভোলা প্রতিনিধি ॥ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে চতুর্থ বারের মতো আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অনামিকা নজরুলের কাছে মনোনয়নপত্র জমা দেন নুরুন্নবী চৌধুরী শাওন।
একই দিনে ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নুরন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরী। ফারজানা চৌধুরীর পক্ষে তার প্রস্তাবকারী ও সমর্থনকারী মনোনয়ন পত্র জমা দেন। তিনি আওয়ামী লীগের দলীয় কোনো পদে নেই বলে জানা গেছে। মনোনয়ন পত্রে স্বামী-স্ত্রী দুজনের একই ঠিকানা, কলেজ পাড়া, মেহেরগঞ্জ, লালমোহন পৌরসভা, ভোলা উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিগত ১৫ বছর নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৩ আসনের রাজনীতির সঙ্গে ফারজানা চৌধুরী রত্না ওতপ্রোতভাবে জড়িত। উপজেলা থেকে প্রান্তিক নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। ভোলা-০৩ (লালমোহন- তজুমদ্দিন) আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এর মধ্যে বৃহস্পতিবার ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বামী-স্ত্রী ছাড়াও এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মেজর (অব.) জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন (জাতীয় পার্টি) ও মো. আলমগীর (কংগ্রেস)।