বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:৩২ অপরাহ্ণ, ০৫ ডিসেম্বর ২০১৮
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সবার সহযোগিতায় শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার আবারও ক্ষতায় যাবে। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।
বিএনপি জোট ক্ষমতায় এসে দেশে লুটপাট করেছে। তাদের এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছেন। আর মহাজোট সরকার ক্ষমতায় এসে সারা দেশে উন্নয়ন করেছেন।
মঙ্গলবার লালমোহন বদরপুর ইউনিয়নে বিশ্বাসবাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোশারফ হোসেন সোহেল, ইউপি চেয়ারম্যান ফরিদুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির বিশ্বাস, সম্পাদক জসিম ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।