২ ঘণ্টা আগের আপডেট রাত ১২:৪৫ ; শুক্রবার ; ডিসেম্বর ৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ভোলা/ ৬০০ গ্রামের ইলিশও ১২০০ টাকা কেজি

বরিশালটাইমস, ডেস্ক
২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩

ভোলা/ ৬০০ গ্রামের ইলিশও ১২০০ টাকা কেজি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার খুচরা বাজারগুলোতে ইলিশের সরবরাহ বাড়তে শুরু করেছে। কিন্তু সারাদেশের ৩৩ শতাংশ ইলিশ উৎপাদনকারী এ জেলায় কিছুতেই কমছে না দাম। আগে যেখানে হালি (৪ পিস) হিসেবে বিক্রি হতো সেখানে এখন ওজনে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে এসব বিষয় জানা যায়।

ভোলা পৌরশহরের মাছ বাজারে ইলিশ কিনতে আসা মো. ইয়াসিন, নুর নাহার বেগম ও মো. মহসিন জানান, তারা বাড়িতে খাওয়ার জন্য ইলিশ মাছ কিনতে বাজারে এসেছেন। আজ বাজারে আগের চেয়ে বেশি পরিমাণ মাছ উঠেছে। কিন্তু দাম অনেক বেশি চাচ্ছেন ব্যবসায়ীরা। তারা যে সাইজের ইলিশ যে টাকায় কিনবে বলে এসেছেন কিন্তু সে টাকায় অনেক ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। এতে সামর্থ্য অনুযায়ী ইলিশ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা।

বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম ও মো. তছির জানান, তারা ইলিশ মাছ ভোলার তুলাতুলি, ভোলার খাল, জংশনসহ বিভিন্ন মৎস্যঘাট থেকে নিলামে কিনেছেন। আগের চেয়ে গত কয়েক দিন ইলিশ বেশি উঠছে জেলেদের জালে। মৎস্যঘাটেও ব্যবসায়ীর সংখ্যাও বেড়েছে। তাই নিলামে ইলিশ মাছের দাম বেশি ওঠে। বাধ্য হয়ে ঘাট থেকে বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে।

তারা বলেন, বর্তমানে খুচরা বাজারে আমরা এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি করছি এক হাজার ৮০০ টাকা, ৮০০-৯০০ গ্রামের ইলিশ এক হাজার ৬০০, ৬০০-৭০০ গ্রামের এক হাজার ২০০ টাকা ও ৫০০ গ্রামের ওজনের ইলিশ ৯০০ টাকা বিক্রি করছি। বেশি দামে কেনায় দাম বেশি দিয়ে বিক্রি করতে হচ্ছে।

এ বিষয়ে তুলাতুলি মৎস্যঘাটের আড়তদার মো. আব্দুল খালেক বলেন, ভোলার মৎস্য আড়তদাররা ইলিশের অফ সিজনে ঢাকা, বরিশাল, চাঁদপুর ও খুলনার পাইকারি আড়তদারদের থেকে কোটি কোটি টাকা দাদন এনে জেলেদের দিয়েছেন। আর ইলিশের ভরা মৌসুমে ওই আড়তগুলোতে ইলিশ বেশি পাঠানোর চাপ আছেন। কিন্তু এখনো নদীতে বেশি পরিমাণ ইলিশ পাচ্ছেন না জেলেরা। এছাড়া প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মৎস্য ঘাটগুলোতে মৎস্য ব্যবসায়ীর সংখ্যা বেশি হয়। এ কারণে নিলামে ইলিশের দাম বেশি উঠে যায়।

তিনি আরও বলেন, বাজারের খুচরা ব্যবসায়ীরা মৎস্যঘাট থেকে নিলামে ইলিশ কিনে আবার খুচরা বাজারে লাভে বিক্রি করছেন। এসব কারণে খুচরা বাজারে ইলিশের দাম একটু বেশি। তবে অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে নদীতে আরও বেশি পরিমাণ ইলিশ পাবেন জেলেরা। ফলে ভোলার খুচরা বাজারে ইলিশের দামও অনেক কমবে।

বিভাগের খবর, ভোলা

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত, বরিশালে কেজিপ্রতি বাড়ল ৬০ টাকা  আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর  আলেমদের মুক্তির দাবিতে মাঠে নামছে ‘হেফাজত ইসলাম’  শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩  বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩  এদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আ'লীগের নেতৃত্বে হয়েছে :আমু  বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত  বরিশাল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা  স্বামীর টানে ফের বাংলাদেশে ভারতীয় তরুণী, মেনে নিল পরিবার  ‘আমি কোটিপতি নই, জনগণ ভালোবেসে নির্বাচনের খরচ জোগাবে’