নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী সিএনজি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩০টি ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে।
আটক নারী হচ্ছেন- উখিয়া উপজেলার রুমখাঁ মনির মার্কেট এলাকার ফজল করিমের স্ত্রী খুরশিদা করিম (৪৮)। তিনি উখিয়া উপজেলার সাবেক মহিলা আওয়ামী লীগের নেত্রী ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।
গতকাল বুধবার দুপুরে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশি চালালে মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে ১৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি।
রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েক সাইফুল ইসলাম এ সংবাদের সত্যতা স্বীকার করে বলেন- আটক মহিলালীগ নেত্রী খুরশিদা করিম দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে।’
দেশের খবর