৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

‘ভয়ানক পরিণতি বরণ করতে হবে’: সুজন সম্পাদক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৮ অপরাহ্ণ, ০১ ডিসেম্বর ২০১৮

গণতন্ত্র হচ্ছে ইচ্ছার প্রতিফলন। গত নির্বাচনে অনেক তরুণ সেই ইচ্ছার প্রতিফলন বা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আগামী নির্বাচনেও যদি একই পরিস্থিতি হয় তাহলে তরুণরা ভিন্ন পথে যেতে পারে। আর এটি হলে ভয়ানক পরিণতি বরণ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

রাজধানীর সেগুনবাগিচায় শনিবার সকালে ‘জাতীয় নির্বাচন: গুজব ও সহিংসতা প্রতিরোধে সম্প্রচার মাধ্যমের ভূমিকা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বদিউল আলম মজুমদার এসব মন্তব্য করেন।

গোলটেবিল বৈঠকের আয়োজন করেন ‘মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ’ নামক একটি সংগঠন।

এ সময় বদিউল আলম মজুমদার বলেন, ‘তরুণরা আস্থাহীন হলে ভিন্নভাবে সমাধানের পথ খোঁজে। যা অত্যন্ত বিপদ, ভয়ানক, কখনও নৃশংস বটে। তাই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হওয়া, কার্যকর হওয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার হাতে সমস্যার সমাধান হওয়া অতীব জরুরি। তা না হলে আমাদের ভয়ানক পরিণতি বরণ করতে হতে পারে। এ জন্য আমাদের সবার ভূমিকা রয়েছে। সেজন্য আমরা সবাই চেষ্টা করছি।’

30 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন