মঠবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা পূজা ধর্মীয় রীতি-নীতি অনুসরন,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়,ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের পারস্পরিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক উর্মি ভৌমিক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মঠবাড়িয়া উপজেলার ৮৬ টি পূজামণ্ডপের উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদক,জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান আরিফুর রহামান শিফাত,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত,থানা ইন্সপেক্টর (অপারেশন) মোঃ আব্দুল হালিম, উপাধ্যক্ষ ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও সাবেক শিক্ষক অমল চন্দ্র হালদার,ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ রফিকুল ইসলাম রিপন মোঃ আবু হানিফ, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু,উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ সাওজাল,কে,এম লতীফ লতিফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান,মরবে প্রেসক্লাবের সাবেক সভাপতি জহির উদ্দিন পলাশ প্রমূখ। এর আগে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক এর সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।