মঠবাড়িয়ায় ইউপি সদস্যেকে হত্যা চেষ্টার ঘটনায় মানববন্ধন
মজিবর রহমান, মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য সুজিত কুমার (বাদল ওজা) গুরুতর আহত হওয়ার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় ৫ নং সদর ইউপি কার্যালয়ে সম্মুখ সড়কে সকল ইউপি সদস্য বৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সদর ইউপি চেয়ারম্যান এ বি এম ফারুক হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সন্ত্রাসী হামলায় আহত ,ইউপি সদস্য পুত্র চঞ্চল ওজা,ইউপি সদস্য খলিলুর রহমান জমাদার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন কে এই তথাকথিত সাবেক ছাত্রলীগ নেতা চন্দ্রশেখর লিটু? তার খুটির জোর কোথায়? তার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।জনপ্রতিনিধিরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ।
বক্তারা অবিলম্বে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজিত কুমার বদল ওজাকে নির্মমভাবে প্রকাশ্যে হত্যা চেষ্টায় মূল হোতাসহ জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত (৭ অক্টোবর) শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার সাবেক ছাত্রলীগ নেতা চন্দ্রশেখর লিটুর নেতৃত্বে প্রতিপক্ষরা পৌর শহরের মিরুখালী স্টান্ড ও তার এলাকায় ইট সোলিং এর রাস্তায় ফেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।এ বিষয় থানায় মামলা করা হলে পুলিশ ইতোমধ্যে ১ জনকে গ্রেপ্তার করেছে।
পিরোজপুর, বিভাগের খবর