২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মঠবাড়িয়ায় উপজেলা জামায়েত ইসলামির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:২৪ অপরাহ্ণ, ১৪ আগস্ট ২০২৪

মজিবর রহমান, মঠবাড়িয়া প্রতিনিধি: সরকার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সহিংসতা রোধে করনীয় বিষয় নিয়ে বাংলাদেশ জামায়েত ইসলামি মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগ স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগষ্ট) দুপুরে খাস মহল লতীফ মার্কেটের দ্বিতলা ভবনের দলীয় কার্যালয় উপজেলা জামায়েতে আমির অধ্যাপক জলিল শরীফ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন,উপজেলা জামায়েত ইসলামির সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন,ইসলামি ছাএ শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক মোঃ সফিউল্লা,জামায়েত নেতা আব্দুল মালেক ও আবুল বাসার প্রমুখ। এ সময় মঠবাড়িয়া উপজেলার সংকট উত্তরণে জামায়েতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপজেলা জামায়েতে এর আমির অধ্যাপক জলিল শরিফ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

65 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন