বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০২৪
মজিবর রহমান, মঠবাড়িয়া প্রতিনিধি : ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬’শ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর এান ও কল্যান তহবিল থেকে এ সব ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন,পিরোজপুর -৩,মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন,বীরমুক্তিযোদ্বা বাচ্চু মিয়া আকন,ভাইস- চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরুনেচ্ছা নাসিমা,আঃলীগ নেতা আরিফউল হক,ওসি রেজাউল করিম রাজীব,ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ। আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।