মঠবাড়িয়ায় নিরাপদ সড়ক দিবস পালিত
মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি: সড়কে আইন মেনে চলি” নিরাপদে ঘরে থাকি,এ প্রতিপাদ্য ধারণ করে সারাদেশের ন্যায় মঠবাড়িয়া উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২২ পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উপলক্ষে সকলকে সচেতনতা করার লক্ষ্যে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন, শিক্ষক, সরকারী কর্মকর্তা,আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধি,গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উর্মি ভৌমিকের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফেরদৌস ইসলাম প্রিন্স, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মীর আবদুল মান্নান,উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস,উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান,ট্রাফিক সার্জন তারিকুল, মোমিনিয়া দাখিল মাদ্রাসার সুপার ওয়াহিদুজ্জামান,সরকারি হাসেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তফাজ্জল হোসেন,উদয়ন মাধ্যমিক বিদ্যালযের শিক্ষক মিজানুর রহমান,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল আমিন,সাংবাদিক মনির হোসেন আকন,শিক্ষার্থী প্রিতম প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পিরোজপুর, বিভাগের খবর