বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:২৩ অপরাহ্ণ, ০৬ সেপ্টেম্বর ২০২৪
মজিবর রহমান, মঠবাড়িয়া:: মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার জুনিয়র সহকারী শিক্ষক মো. মোস্তফা এবং জাকারিয়া কর্তৃক মাদ্রাসার উন্নয়নে বাধা ও ক্ষতিসাধনসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী । বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)সকাল ১০ টায় তাফালবাড়িয়া ও চড়কগাছিয়া এলাকাবাসীর আয়োজনে মাদ্রাসার সন্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অভিভাবক, শিক্ষক, সমাজসেবক এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ, ইন্জিনিয়ার মিরাজুল ইসলাম, মাদ্রাসার অফিস সহকারী রাবেয়া বেগম, মাদ্রাসার তৃতীয় শ্রেণির কর্মচারী জেসমিন আক্তার, শরন জমাদ্দারক এবং সাবেক শিক্ষক বাচ্চু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মাদ্রাসার জুনিয়র সহাকারি শিক্ষক মোস্তফা এবং মৌলভী জাকারিয়া মামলাবাজ। তাদের নানা অপকর্মে ঐতিহ্যবাহী তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসা আজ ধ্বংসে ধার প্রান্তে।
বক্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে প্রতিষ্ঠান থেকে ওই দুই শিক্ষককে অপসারণের জোর দাবি জানান ‘