মঠবাড়িয়ায় শারদীয় দূর্গা পূর্জা-২০২৩ উপলক্ষ্যে থানা পুলিশের মতবিনিময় সভা
মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে থানার আয়োজনে পূজা মন্ডপের সভাপতি/ সম্পাদকদের সাথে আইন-শৃংখলা ও নিরাপত্তামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় থানা কার্যালয় অফিসার ইন চার্জ(ওসি)মোঃ কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ও ইন্সপেক্টর(অপারেশন)আব্দুল হালিম এর সঞ্চালনায় এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন।এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,পৌর প্রশাসক ও উপজেলা আঃলীগের সহ-সভাপতি আরিফ-উল হক,উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নং টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,পৌর আঃলীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ সওজাল,পৌর আঃলীগের সাধারাণ সম্পাদক পরিতোষ ব্যাপারি,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার,উপজেলা হিন্দু,বৈদ্য,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাশ, শিক্ষক নেতা সুমন হাওলাদার প্রমূখ।মতবিনিমিয় সভায় ৮৭টি পূজা মন্ডপের সভাপতি / সম্পাদক ও গণম্যধ্যম কর্মী,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জীবনের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগীতা চেয়ে তিনি আইন শৃঙ্খলা ও নিরাপত্তামূলক দিকনির্দেশনা বক্তব্য দেন।
পিরোজপুর, বিভাগের খবর