মঠবাড়িয়ায় স্থানীয় সরকার দিবস উদযাপিত
মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর):: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপিত হয়েছে। গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও তিনদিন ব্যাপী মেলার আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূমের নেতৃত্বে বিশাল এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এবং র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভা মিলিত হন। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী অংশ নেয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফেরদৌস ইসলাম, থানা পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এমাদুল হক খান, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান প্রমুখ।
শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম।’
পিরোজপুর, বিভাগের খবর