৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

মঠবাড়িয়ায় ৪৫টি ব্রিজসহ কালভার্টের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মঠবাড়িয়ায় ৪৫টি ব্রিজসহ কালভার্টের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন

মজিবর রহমান, মঠবাড়িয়া প্রতিনিধি:: পিরোজপুর সড়ক সড়ক ও জনপথ বিভাগের (সওজ) চরখালি- তুষখালী-পাথরঘাটা (জেড-৮৭০১) সড়কের ২৮ তম কিলোমিটারে “মঠবাড়িয়া বাজার ব্রিজসহ বহেরা তলা, থানাপাড়া কলবাড়ি ও দফাদার বাড়ির সন্মুখ সড়কের ব্রীজের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ও হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মো. রুস্তম আলী ফরাজী।

এ উপলক্ষে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও ডাঃ রুস্তুম আলী ফরাজী কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান রামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন, উপ-বিভাগীয় প্রকৌশলী টিএম রাজিমুল আলীম রাজু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন ব্যাপারি প্রমুখ।

এ সময় খাস মহল লতীফ ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ও সংসদ সদস্যের সহধর্মিণী খাদিজা আক্তার খুশবু, থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার, অফিসার ইনচার্জ (অপারেশন) আব্দুল হালিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, ডা. রুস্তুম আলী ফরাজী কলেজের সহকারি অধ্যাপক মোতালেব হোসেন, ফারুক হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, জাতীয় পার্টির নেতা তুহিন এবং আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু গণমাধ্যমকে জানান, সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজী সড়ক ও সেতু মন্ত্রণালয়ে ৬টি প্যাকেজে ৩৩২ কোটি টাকার ১৬ টি ব্রিজ ও ২৯টি কালভার্ট নির্মাণ করার জন্য ডিওলেটার দেন। অতঃপর ব্রিজ ও কালভার্ট নির্মাণের ডিওলেটার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হলে টেন্ডারের প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

68 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন