মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মজিবর রহমান, মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঐতিহ্যবাহী মিরুখালী স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর)সকালে মিরুখালী স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ অডিটরিয়ামে ৬ নভেম্বর ২০২২ অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৫২ জন পরীক্ষার্থীকে এ বিদায় সম্বর্ধনা দেওয়া হয়।
মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের আইসিটি প্রভাষক এটিএম কাওসারের সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,একাত্তরের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান,বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ রায়,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান।
এছাড়া অন্যানের মধ্যে বক্তব্য দেন,মিরুখালী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এনামুল্ হক মৃধা,প্রভাষক গোলাম সারোয়ার রঞ্জু মৃধা,প্রভাষক নাসরিন আক্তার,প্রভাষক সঞ্জয় মন্ডল,সহকারী শিক্ষক পারভেজ তালুকদার, ইয়াকুব আলী, বিদায়ী শিক্ষার্থী মোঃ মারুফ,শিরিন আক্তার মিম,শাওন ইসলাম প্রমুখ। এর আগে স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।
প্রসঙ্গত,প্রতিবছর মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি হাত ধোযা দিবসে ৯’শ ছাত্র-ছাত্রী সারিবদ্ধভাবে মাকে চেয়ারে বসিয়ে ৯’শ মায়ের পা ধুয়ে মুছে দিয়ে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আলোচিত হন।
পিরোজপুর, বিভাগের খবর