পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ডোবা থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) শনিবার দুপুরে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের চর ভোলমারা গ্রামের নদীর তীরবর্তী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় চৌকিদার ইউসুফ আলী বরিশালটাইমসকে জানান- সকালে এলাকাবাসী ভোলমারা এলাকার বলেশ্বর নদীর তীরবর্তী ডোবায় লাশ ভাসতে দেখে তাকে খবর দেয়। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরের দিকে অর্ধ গলিত লাশটি উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম তারিকুল ইসলাম বরিশালটাইমসকে জানান- অজ্ঞাত পরিচয়ের হিন্দু এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির মাথায় ও কনুইয়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সেক্ষেত্রে ধারনা করা হচ্ছে- ৪ থেকে ৫ দিন অাঘে তাকে খুন করে নদীতে ফেলে দেয়া হয়েছে।
এঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি দুপুরে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।”
পিরোজপুর