বার্তা পরিবেশক, পিরোজপুর::: পিরোজপুরের মঠবাড়িয়ায় তায়েব হাওলাদার (২৫) ও রনি ফরাজী (১৮) নামক দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার উত্তর মিঠাখালী আলমগীর হোসেনের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃত তায়েব উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ও রনি উপজেলার ছোটমাছুয়া গ্রামের অহেদুল ফরাজীর ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমার সরকার জানান, উপজেলার উত্তর মিঠাখালী আলমগীর হোসেনের বাড়ির সামনের রাস্তার ওপর মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়।
এসময় মাদক ব্যবসায়ীসহ কয়েকজন ক্রেতা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তায়েব ও রনিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মাদক ব্যাবসায়ী তায়েব ও রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পিরোজপুর, বিভাগের খবর