১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্র কেড়ে নেয়ার অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৬ অপরাহ্ণ, ০৮ এপ্রিল ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় চলামান এইচএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষায় নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে পরীক্ষার্থীদের উত্তরপত্র কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্রর বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

শনিবার বেলা ১টার পর উপজেলা সদরের মহিউদ্দিন মহিলা কলেজ এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীদের অভিযোগ- কেন্দ্র পরিদর্শক  সেলিম মিয়া মঠবাড়িয়া সরকারী কলেজের ২৩২ জন পরীক্ষার্থী উওরপত্র কেড়ে নেন। তাছাড়া শিক্ষার্থীরা অধ্যক্ষ  আজিমুল হকের বিরুদ্ধেও খারাপ আচারণের অভিযোগ তুলেছে।

পরীক্ষার্থীরা জানায়- গত বছর মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ডা. ফরাজী কলেজ ও মহিউদ্দিন মহিলা কলেজের  চেয়ে মঠবাড়িয়া সরকারী কলেজ ভাল করায় করেছে।

যে কারণে অধ্যক্ষ আজিম উল হক ও  ফরাজী কলেজের  শিক্ষক ঈষান্বিত হয়ে ওই কলেজের পরীক্ষার্থীদের সাথে খারাপ আচারণ করছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানায়- শনিবারের পরীক্ষায় ২ ঘন্টায় ও কোন পরীক্ষার্থীদের বাথরুমে পর্যন্ত যেতে দেয়া হয়নি। তাদের এ ধরনের আচারণের কারণে আগামীদিনের পরীক্ষাগুলো নিয়ে পরীক্ষার্থী শঙ্কিত।

এবার মঠবাড়িয়া সরকারী কলেজের ২৩৩ জন পরীক্ষার্থী মহিউদ্দিন মহিলা কলেজে ৬ টি কক্ষে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।”

তবে অভিযোগ অস্বীকার করে কলেজ অধ্যক্ষ আজিমুল হক বরিশালটাইমসকে জানান- পরীক্ষাথীরা  কলেজ গেটে হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে। ওই সময়  শিক্ষকদের লাঞ্ছিত করেছে তারা। অথচ  আইনশৃঙ্খলা বাহিনী দাড়িয়ে বিষয়টি দেখেছে।

তাই আগামী পরীক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা না পেলে পরীক্ষা নিতে তিনি অপারগতা প্রকাশ করেন তিনি।

এদিকে অভিযুক্ত শিক্ষক সেলিম মিয়াও তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।”

40 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন