পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আলতাফ হোসেন হাওলাদার (৩০) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গোলবুনিয়া গ্রামে ওই জেলের বাসার পেছনে একটি মেহগিনী গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জেলে আলতাফ হোসেন উপজেলার গোলবুনিয়া গ্রামের আব্দুল গনি হাওলাদের ছেলে।
পুলিশ জানিয়েছে- জেলে আলতাফ হোসেন হাওলাদার বুধবার গভীর রাতে বাড়ীর পাশে বলেশ্বর নদে চিংড়ি রেণু পোনা শিকারে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে বসতঘরের পেছনে একটি মেহগিনি গাছে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের অনুরোধে স্বজনদের কাছে হস্তান্তর করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাজহারুল আমিন বরিশালটাইমসকে জানান- দরিদ্র ওই জেলে কিছুদিন ধরে মানষিক বিকারগ্রস্ত ছিলেন। জেলে আলতাফ হোসেন হাওলাদার আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
শিরোনামপিরোজপুর