৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৯ অপরাহ্ণ, ২৯ মার্চ ২০১৬

মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়ার লক্ষনা গ্রামের এক সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন রিপন কাজী (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আনোয়ার হোসেন রিপন কাজী ওই গ্রামের মতিউর রহমান কাজীর ছেলে।

ওই গৃহবধূ জানান, প্রতিবেশী রিপন গাজী বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব ও উত্যক্ত করে আসছিলো। সম্প্রতি তার স্বামী ঢাকায় একটি চাকুরীর ইন্টারভিউ দিতে গেলে বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী রিপন কাজী মঙ্গলবার সকালে ঘরে ঢুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে রিপনকে আটক করে থানায় সোপর্দ করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই গৃহবধূর শ্বশুর বাদী হয়ে থানায় মামলা করেছেন। রিপন কাজীকে গ্রেফতার করা হয়েছে।

33 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন