২ ঘণ্টা আগের আপডেট রাত ২:৩ ; রবিবার ; ডিসেম্বর ১০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

মঠবাড়িয়ায় ঘরে আগুন দিয়ে সত্রুতা উদ্ধার পুড়েছে প্রবাসীর ঘর

বরিশালটাইমস রিপোর্ট
৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর বসতঘরে রাতের আঁধারে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী চান্দখালী গ্রামের সৌদি প্রবাসী মো. ইসমাইল জোমাদ্দারের বসতঘরে এ অগ্নিকান্ড ঘটনো হয়।

আগুনে ওই প্রবাসীর বসতঘর ও সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়। ঘটনার রাতে বসতঘরটি তালাবদ্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা নির্বঘ্নে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দেয় বলে ক্ষতিগ্রস্ত প্রবাসির স্ত্রী রুমা বেগম অভিযোগ করেন।

অগ্নিকান্ডে ওই পরিবারের ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি দাবি করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে- নলী চান্দখালী গ্রামের সৌদি প্রবাসী মো. ইসমাইল জোমাদ্দার সৌদি আরবে চাকুরীরত আছেন। এদিকে তাঁর স্ত্রী রুমা বেগম দুই সন্তান নিয়ে বাড়িতে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার বিকালে রুমা বেগম দুই সন্তান নিয়ে একই গ্রামের বাবার বাড়িতে বেড়াতে যান।

এসময় বসতঘরটি তিনি তালাবদ্ধ করে রেখে যান। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কে বা কারা ওই বসতঘরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সটকে পড়ে। অগ্নিকান্ডে পর প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দিলে অগ্নি নির্বাপক দল ঘটনস্থলে ছুটে গেলেও গ্রামের একটি সেতু ভাঙা থাকার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বসতবাড়িটি মালামালসহ পুড়ে ভস্মীভূত হয়।

সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়া বলেন- ওই প্রবাসীর বসতঘরটি ঘটনার রাতে তালাবদ্ধ থাকার সুযোগে কে বা কারা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি খুব দু:খজনক। আগুনে পরিবারটি গৃহহীন হয়ে পড়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মাজহারুল আমীন বরিশালটাইমসকে বলেন- এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী রুমা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পিরোজপুর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শিক্ষক নিয়োগ: ঘুসের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন  বরিশালসহ তিন বিভাগে পুরুষ কমছে  শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা  ভোটে প্রার্থীকে ব্যয় করতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে: ইসি  ভারত থেকে শীঘ্রই আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ!  বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন  স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে সভা  পণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা  হামলা চালিয়ে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল  বাকেরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ভূমিদস্যু আল-আমিন