মঠবাড়িয়ায় জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত
মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি: নিভূল জন্ম মৃত্যু নিবন্ধন করবো’শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই স্লোগান নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম,থানা উপ- পরিদর্শক (এসআই) মোঃ কুদদুস, ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া,মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান,মিজু,উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি,পৌরসভার নির্বাহী কর্মকর্তা,ইউপি সচিবগন,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলন।
পিরোজপুর, বিভাগের খবর