জাতীয় নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় উপনেতা নেতা মহিউদ্দিন আহমেদ’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঠবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধাবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান।
উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা মিয়ার সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- যুদ্ধকালীন ইয়াং অফিসার মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, অ্যাডভোকেট মজিবর রহমান মুন্সী, ভ্যাডভোকেট দিলীপ কুমার পাইক, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা।
এছাড়া আরও বক্তব্য রাখেন- প্রাক্তন শিক্ষক রনজিৎ চন্দ্র শীল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত ও পৌর ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম রাজু প্রমুখ।
পিরোজপুর