মঠবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়
মজিবর রহমান, মঠবাড়িয়া:: জেলা পরিষদ নির্বাচন -২০২২ অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, আইনানুগ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের পারস্পরিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসন উর্মি ভৌমিকের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ,মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল,উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিদ উদ্দিন পলাশ, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হোসাইন মোশারফ সাকু, আলী রেজা রনজু, মোঃ হেলাল মুন্সি, আজিমুল হক, সংরক্ষিত মহিলা সদস্যা প্রার্থী শাহনাজ চৌধুরী, মাসুদা আক্তার বেবি প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতির মাধ্যমে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
পিরোজপুর, বিভাগের খবর