পিরোজপুরের মঠবাড়িয়ায় স্থগিত হওয়া একটি ভোট কেন্দ্রে নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাতাকাটা গ্রামের মাইন উদ্দিন ফকির বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী(চশমা প্রতীক) প্রফেসর রফিকুল ইসলাম (৫৫) ও তার সমর্থক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম রহমান কামাল(৫৮), মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন আকন(৬৫), সৈয়দ আকন(৫০), হানিফ ফরাজি(৬০) ও মিল্টন বেপারী (৪৮)। আহতদের মধ্যে ৫জনকে গুরুতর অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম রহমান কামাল জানান, আগামী ৩১ অক্টোবর ধানীসাফা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই পুনঃ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তার কর্মী সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় পশ্চিম পাতাকাটা গ্রামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
এসময় ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ২০/২৫ জনের একটি দল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী ও তার ৭ সমর্থক গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর