১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মঠবাড়িয়ায় ভূয়া ডাক্তার আটক, অর্ধলক্ষ টাকা জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৩ অপরাহ্ণ, ২৬ এপ্রিল ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে এস কে আবুল খায়ের চৌধুরী (৫৬) নামে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বন্দরের মাসুম মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।

ভূয়া ডাক্তার এস কে আবুল খায়ের চৌধুরীকে নিজেকে এমবিবিএস পিএইচডি ডিগ্রিধারী ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ দাবি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।

তিনি মাগুরা জেলার শ্রীকোল গ্রামের সত্তার চৌধুরীর ছেলে। তবে বর্তমানে তিনি মঠবাড়িয়া পৌর শহরের টিএন্ডটি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

বরিশাল র‌্যাব-৮’র ডিএডি আমজাদ হোসেন বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরের মাসুম মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টার থেকে ভূয়া ডাক্তার এস কে আবুল খায়ের চৌধুরীকে আটক করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব কুমার দাসের ভ্রাম্যমাণ আদালতে তাকে সোপর্দ করা হয়। আদালতের বিচারক ভুয়া ডাক্তার এস কে আবুল খায়ের চৌধুরীকে ১ বছরের বিনাশ্রম করাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌর শহরের কেএম লতিফ সুপার মার্কেট থেকে আলমগীর নামের এক চিকিৎসককে ৫০হাজার টাকা জরিমানা, নুরুল হক ডিলারের পুত্র রিয়াজুল হকের ফার্মেসি ৩০ হাজার টাকা জরিমানা ও মাসুম মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারকে কাগজপত্র যাচাই-বাছাই না করে ভূয়া ডাক্তার রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেন।”

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন