মঠবাড়িয়ায় শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন
মজিবর রহমান, মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় ৫৬নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উর্মী ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর গৌতম কুমার বিশ্বাস,উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দার প্রমুখ।পৌর নিবার্হী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ৫৬ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১৪৫ জন শিক্ষার্থীদের মধ্যে টিকা দেয়ার কথা থাকলেও চাহিদা অনুযায়ী টিকা না পাওয়ায় ৭৩০ জন শিক্ষার্থীদের টিকা দেয়া হয়।
পৌর নিবার্হী কর্মকর্তা আরও জানান,পৌরসভার ৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,কিন্টারগার্ডেনসহ ৩৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৯৪৩ জন শিক্ষার্থীদের প্রতিদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত কোভিড-১৯ টিকা দেওয়া হবে।’
পিরোজপুর, বিভাগের খবর