মঠবাড়িয়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উর্মী ভৌমিক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ড সুন্দরবন অঞ্চল,নবম সেক্টরের মজিবুল হক মজনু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নুর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ,পল্লী ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা তরিকুল ইসলাম,থানা ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ,মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম,উপজেলা খাদ্য পরিদর্শক জলিল শিকদার, অধ্যক্ষ আজিমুল হক, মোমিনিয় দাখিল মাদ্রাসার সুপার অহিদুজ্জামান প্রমুখ।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উর্মি ভৌমিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক শেখ রাসেল দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার জন্য ক- শ্রেণীেত অন্তর্ভুক্ত করায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করে দিক নির্দেশনামূলক মূলক বক্তব্য প্রদান করেন।
পিরোজপুর, বিভাগের খবর